১) FIFA এর পূর্ণরূপ কি ?
Federation of International Football
Association
২) এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ ২১ মে ১৯০৪ সালে।
৩) এটির সদরদপ্তর কোথায় ?
উত্তরঃ জুরিখ, সুইজারল্যান্ড।
৫) এর মোট সদস্য কতটি দেশ ?
উত্তরঃ ২১১ টি। (সর্বশেষ জিব্রাল্টার
এবং কসোভো ২০১৬)
৬) ফিফা কবে প্রথম বিশ্বকাপ ফুটবল
প্রতিযোগিতা শুরু করে ?
উত্তরঃ ১৯৩০ সালে।
৭) প্রথম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা
কোথায় হয় ?
উত্তরঃ উরুগুয়েতে। (মোট ১৩ টি দেশ
অংশ নিয়েছিল)
৮) প্রথম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন কোন দেশ ?
উত্তরঃ উরুগুয়ে (আর্জেন্টিনা ২, উরুগুয়ে
৪)
৯) বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোল
করেন কে ?
উত্তরঃ ফ্রান্সের লুসিয়েন লরেন্ত
১০) ২য় বিশ্বযুদ্ধের কারণে কত সালে
বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি ?
উত্তরঃ ১৯৪২ ও ১৯৪৬ সালে বিশ্বকাপ
অনুষ্ঠিতই হয়নি।
১১) প্রথম ব্রিটিশ দল অংশ নেয় কত
সালের বিশ্বকাপে ?
উত্তরঃ ১৯৫০ সালের বিশ্বকাপে।
(উরুগুয়ে ২য় বার চ্যাম্পিয়ন হয় ১৯৫০
সালে।)
১২) ফিফা মহিলা বিশ্বকাপ কতসালে
ও কোথায় প্রথম অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৯১ সালে চীনে।
১৩) জুলে রিমে ট্রফি প্রদান করা হত
কবে থেকে ?
উত্তরঃ ১৯৩০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত
বিজয়ী দলকে ।
১৪) জুলে রিমে ট্রফি কোন দেশকে
কেন স্থায়ীভাবে দেয়া হয়েছিল ?
উত্তরঃ ১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়
বারের মত বিশ্বকাপ জিতলে
তাদেরকে স্থায়ীভাবে ট্রফিটি
দেয়া হয়।
১৫) ফিফা বিশ্বকাপ ট্রফি নামে
ট্রফিটি কবে বানানো হয় ?
উত্তরঃ ১৯৭১ সালে।
১৬) কতজন নকশাকার ফিফা বিশ্বকাপ
ট্রফির নকশা দিয়েছিলেন ?
উত্তরঃ ৫৩ জন।
১৭) বর্তমান ফিফা বিশ্বকাপ ট্রফির
নক্সাকারক কে ?
উত্তরঃ ১৯৭১ সালে ফিফা ওয়ার্ল্ড
কাপ ট্রফি ডিজাইন ও তৈরি করেন
ইতালির খ্যাতিমান ভাস্করদের একজন
সিলভিও গাজ্জানিগা। সাতটি
দেশের ৫৩টি ডিজাইন থেকে ফিফা
বেছে নিয়েছিল গাজ্জানিগার
ডিজাইনটি।
১৮) ফিফার প্রেসিডেন্ট কে ?
উত্তরঃ Gianni Infantino (জিয়ান্নি
ইনফান্তিনো)
১৯) ট্রফিটির উচ্চতা কত ?
উত্তরঃ ৩৬ সেন্টিমিটার।
২০) ট্রফিটিতে সোনার পরিমাণ ও ওজন
কত ?
উত্তরঃ ১৮-ক্যারট সোনা দিয়ে তৈরি
ও ওজন ৬,১৭৫ গ্রাম।
২১) এর ভিত্তি কি দিয়ে তৈরী ?
উত্তরঃ এর ভিত্তি দু’স্তরের মূল্যবান
ম্যালাকাইট দিয়ে তৈরী।
২২) ম্যালাকাইট কি ?
উত্তরঃ এটি একটি সবুজ /নীল কপার
যৌগ।
২৩) এর ভিত্তির নিচে কি লেখা
থাকে ?
উত্তরঃ ১৯৭৪ থেকে আজ পর্যন্ত সকল
বিশ্বকাপজয়ীর নাম গ্রথিত করা আছে।
২৪) এই ট্রফিটি জয়ী দল কয়দিন রাখতে
পারবে ?
উত্তরঃ বিশ্বকাপ জয়ী দল পরবর্তী
বিশকাপ পর্যন্ত ট্রফিটি তাদের কাছে
রাখতে পারে। এরপর তাদেরকে
সোনার প্রলেপ দেয়া নকল বিশ্বকাপ
দেয়া হয়।
২৫) কত সালে বর্তমান ট্রফিটি বাতিল
হতে পারে ?
উত্তরঃ ২০৩৮ সালে এটির ভিত্তিতে
নতুন বিজয়ী দলের নাম লেখার মত আর
জায়গা থাকবে না। তখন এ ট্রফিটি
হয়তো বাদ দেয়া হবে।
২৬) প্রথম কবে বিশ্বকাপ টেলিভিশনে
প্রচার হয় ?
উত্তরঃ ১৯৫৪ সালে।
২৭) বিশ্বকাপে মাস্কট ব্যবহার শুরু হয়
কবে থেকে ?
উত্তরঃ ১৯৬৬ থেকে।
২৮) বিশ্বকাপের প্রথম মাস্কট কি ?
উত্তরঃ উইলি।
২৯) সবমিলিয়ে মোট কতটি দেশ
কমপক্ষে একটি বিশ্বকাপের মূলপর্বে
খেলেছে ?
উত্তরঃ ৭৮ টি।
৩০) স্বাগতিক দেশ হিসেবে জিতেছে
বিশ্বকাপ নিয়েছে কতটি দেশ ?
উত্তরঃ বিশ্বকাপজয়ী আটটি দলের
ছয়টি দলই অন্তত একটি বিশ্বকাপ
স্বাগতিক দেশ হিসেবে জিতেছে।
৩১) বিশ্বকাপের ইতিহাসে এক আসরে
সর্বোচ্চ গোলদাতা কে ?
উত্তরঃ জার্মানির মিরোস্লাভ
ক্লোসা (১৬ টি গোল।)
৩২) বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম
গোলদাতা কে ?
উত্তরঃ তুরস্কের তারকা স্ট্রাইকার
হাকান সুকুর (১১ সেকেন্ড).
৩৩) সবচেয়ে বেশি বিশ্বকাপে অংশ
নেয়া খেলোয়াড় কারা ?
উত্তরঃ মেক্সিকো আন্তোনিও
কারবাজাল ও জার্মানি লোথার
মাথেউস। উভয়ে ৫ টি বিশ্বকাপ
খেলেছেন ?
৩৪) একইসাথে অধিনায়ক ও কোচ
হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন
কে ?
উত্তরঃ ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, পশ্চিম
জার্মানি, একমাত্র ব্যক্তি যিনি
অধিনায়ক (১৯৭৪) ও কোচ (১৯৯০) হিসবে
বিশ্বকাপ জিতেছেন।
৩৫) কে চার বার বিশ্বকাপ
জিতেছিলেন ?
উত্তরঃ মারিও জাগালো, ব্রাজিল,
একমাত্র ব্যক্তি যিনি চারবার
বিশ্বকাপ জিতেছেন, দুইবার
খেলোয়াড় হিসেবে (১৯৫৮ ও ১৯৬২),
একবার কোচ (১৯৭০) এবং একবার সহকারী
কোচ হিসেবে (১৯৯৪)।
৩৬) চূড়ান্ত পর্বে সবচেয়ে বেশি
উপস্থিতি ছিল , সবচেয়ে বেশি ম্যাচ
জিতেছে , সবচেয়ে বেশি টানা জয় ,
সবচেয়ে বেশি অপরাজিত ও সর্বোচ্চ
শিরোপা কোন দলের ?
উত্তরঃ ব্রাজিল।
৩৭) সবচেয়ে বেশি ফাইনাল খেলা দল ,
ম্যাচ খেলা দল ,গোল করা দল ও গোল
হজম করা দল কোনটি ?
উত্তরঃ জার্মানি।
৩৮) সবচেয়ে বেশি ড্র করা দল কোনটি ?
উত্তরঃ ইতালি।
৩৯) প্রথম গোল্ডেন বল পেয়েছিলেন
কে ? (বর্তমানে বাণিজ্যিকভাবে
"অ্যাডিডাস গোল্ডেন বল" বলা হয়)
উত্তরঃ আর্জেন্টিনার মারিও