Wed Oct 14, 2020
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ স্বস্তি পরিষদ নামেও পরিচিত।
নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫। এর মধ্যে ৫টি স্থায়ী এবং ১০টি অস্থায়ী।
স্থায়ী সদস্য
১.যুক্তরাষ্ট্র
২.গ্রেট ব্রিটেন
৩.সোভিয়েত ইউনিয়ন
৪.ফ্রান্স
৫.গণপ্রজাতন্ত্রী চীন
বর্তমান অস্থায়ী সদস্য
বেলজিয়াম (২০২০) পর্যন্ত;
আইভেরি কোস্ট (২০১৯) পর্যন্ত;
ডোমিনিকান রিপাবলিক (২০২০) পর্যন্ত;
নিরক্ষীয় গিনি (২০১৯) পর্যন্ত;
জার্মানি (২০২০) পর্যন্ত;
ইন্দোনেশিয়া (২০২০) পর্যন্ত;
কুয়েত (২০১৯) পর্যন্ত;
পেরু (২০১৯) পর্যন্ত;
পোল্যান্ড (২০১৯) পর্যন্ত;
দক্ষিণ আফ্রিকা (২০২০) পর্যন্ত;
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা নির্বাচিত হন দুই বছরের জন্য।
১৯৬৫ সালের আগে নিরাপত্তা পরিষদের সদস্য ছিল ১১টি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি নির্বাচিত হন ১ মাসের জন্য।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাচটি দেশকে বলা হয় পি ফাইভ। এর
সাথে জার্মানিসহ যুক্ত হলে তখন ছয়টি দেশকে একত্রে বলা হয় পি ফাইভ প্লাস
ওয়ান।
নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য ৫ স্থায়ী সদস্যের ভোটসহ কমপক্ষে ৯টি সদস্য রাষ্ট্রের ভোটের প্রয়োজন পড়ে।
জাপান সবচেয়ে বেশি ১১ বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে।
নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশন বসে ১৯৪৬ সালের ১৭ জানুয়ারি।
অছি পরিষদ
অছি পরিষদের মূল কাজ ছিল উপনিবেশের অধীনন্থ দেশগুলোকে স্বাধীন করে এদদের
জাতিসংঘের সদস্যভুক্ত করা। ১৯৯৪ সালে অছি পরিষদ সর্বশেষ পালাউকে স্বাধীন
করে জাতিসংঘের অন্তর্ভুক্ত করে এবং এর মধ্য দিয়ে তার কার্যক্রম স্থগিত
করে।
সচিবালয়
জাতিসংঘের সচিবালয়ের প্রধানকে বলা হয় মহাসচিব।
মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের
দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে। মহাসচিবের মেয়াদকাল ৫ বছর।
জাতিসংঘের প্রথম মহাসচিব নরওয়ের ট্রিগভেলি।
জাতিসংঘের একমাত্র একমাত্র মুসলমান মহাসচিব ঘানার কফি আনান। তিনি ২০০১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।
জাতিসংঘের অস্ট্রিয়ান মহাসচিব কুর্ট ওয়াল্ড হেইম। পরবর্তীতে তিনি সেই দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হন।
এশিয়া থেকে এ পর্যন্ত জাতিসংঘের প্রেসিডেন্ট হন ২ জন-মিয়ানমারের উথাল্ট এবং দক্ষিণ কোরিয়ার বান কি মুন।
জাতিসংঘের মহাসচিব দ্যাগ হেমারশোল্ড বিমান দুর্ঘনায় মারা যায়। এ কারনে তিনি শান্তিতে মরনোত্তর নোবেল পুরস্কার পান।
১৯৬১ থেকে ১৯৭১ পর্যন্ত জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাচলে মহাসচিব ছিলেন।
জাতিসংঘের নবম ও সর্বশেষ তথা বর্তমান মহাসচিব পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস।
জাতিসংঘের মহাসচিব
নাম – দেশ
ট্রিগভেলি – নরওয়ে
দ্যাগ হেমারশোল্ড – সুইডেন
উ থান্ট – মিয়ানমার
কুর্ট ওয়াল্ডহেইম – অস্ট্রিয়া
অ্যান্তোনিও গুতেরেস – পর্তুগাল
জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার – পেরু
ড. বুট্রোস ঘালি – মিশর
কফি আনান – ঘানা
বান কি মুন – দক্ষিণ কোরিয়া