বিশ্বব্যাংক (WB-World Bank)

  পাঁচটি অঙ্গসংগঠনের সমন্বয়ে (WB-World Bank) গঠিত হয় ১৯৪৫ সালে, যা ১৯৪৬ সাল থেকে কার্যক্রম শুরু করে। অঙ্গ সংগঠনগুলো হলো – ১. IBRD, ২. IDA, ৩. IFC, ৪. ICSID, ৫. MIGA. IBRD: সদর দপ্তর ওয়াশিংটনের ডিসিতে। সদস্যসংখ্যা ১৮৯। সর্বশেষ সদস্য নাওরু। IBRD কেই মূলত বিশ্বব্যাংক বলা হয়। বিশ্ব্যিাংক তথা IBRD এর বর্তমান প্রেসিডেন্ট ডেভিট রবার্ট ম্যালপ্যাল। IBRD এর মধ্য আয়ের দেশগুলোকে ঋণ প্রদান করে ও উপদেষ্টা হিসেবে কাজ করে থাকে।

IDA: সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। IDA বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোকে সহজ শর্তে দীর্ঘ মেয়াদি ঋণ দিয়ে থাকে।
IFC: সদর দপ্তর ওয়াশিংটনের ডিসিতে। ব্যক্তিমালিকানাধীন খাতের উন্নয়ন সাধনে এটি ঋণ প্রদান করে।
ICSID: সদর দপ্তর ওয়াশিংটনের ডিসিতে। সদস্যদেশের মধ্যে বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তিতে এটি সহায়তা করে।
MIGA: সদর দপ্তর ওয়াশিংটনের ডিসিতে। প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে। বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে মধ্যস্থাতাকারী এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে।
World Bank= IBRD+ IDA

World Bank Group=IBRD+IDA+IFC+MIGA+ICSID
বিশ্ব ডাক ইউনিয়ন (UPU)
পূর্ণ নাম: Universal Postal Union.
প্রতিষ্ঠা: ৯ অক্টোবর ১৮৭৪।
সদস্য: ১৯২।
সদর দপ্তর: সুইজারল্যান্ডের বার্নে।
বিশ্ব ডাক দিবস: ৯ অক্টোবর।
বাংলাদেশ UPU-এর সদস্যপদ লাভ করে ১৯৭৩ সালে।

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (ITU)
পূর্ণ রূপ: International Telecommunication Union.
প্রতিষ্ঠাকাল: ১৭ মে ১৮৬৫।
সদস্য: ১৯৩।
সদরদপ্তর: জেনেভা।
প্রতিষ্ঠাকাল: ১৯৫০
মহাসচিব: চীনের হাওলিন ঝাও।
বিশ্ব টেলিযোগাযোগ দিবস – ১৭ মে।
বাংলাদেশ ITU-এর সদস্যপদ লাভ করে ১৯৭৩ সালে।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)
পূর্ণ রূপ: International Civil Aviation Organization.
প্রতিষ্ঠাকাল: ১৯৪৭।
সদস্য: ১৯৩।
সদরদপ্তর:মন্ট্রিল, কানাডা।
বাংলাদেশ ICAO- এর সদস্যপদ লাভ করে ১৯৭৩ সালে।

আন্তর্জাতিক নৌ চলাচল সংস্থা (IMO)
পূর্ণ রূপ: International Maritime Organization.
প্রতিষ্ঠাকাল: ১৯৪৮।
সদস্য: ১৭৪।
সদরদপ্তর: লন্ডন।

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা (IFAD)
পূর্ণ রূপ: International Fund for Agricultural Development.
প্রতিষ্ঠাকাল: ১৯৭৭
সদস্য: ১৭৬।
সদরদপ্তর: রোম, ইতালি।

বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)
পূর্ণ রূপ: World Meteorological Organization.
সদস্য: ১৯১।
সদরদপ্তর: জেনেভা।
প্রতিষ্ঠা: ১৯৫০।

জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO)
পূর্ণ রূপ: United Nations Industrial Development Organization.
প্রতিষ্ঠাকাল: ১৯৬৬।
সদস্য: ১৭০।
সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

বিশ্ব মেধা সংক্রান্ত সম্পদ সংস্থা (WIPO)
পূর্ণ রূপ: World Intellectual Property Organization.
প্রতিষ্ঠাকাল: ১৯৬৭।
সদস্য: ১৯২।
সদরদপ্তর: জেনেভা।