জাতিসংঘের বিভিন্ন সংস্থা

জাতিসংঘ শিশু শিক্ষা তহবিল (UNICEF)
পূর্ণ রূপ – United Nations Children’s Fund.
প্রতিষ্ঠা – ১৯৪৬।
সদস্য – ১৯১।
সদরদপ্তর – নিউইয়র্ক।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)
পূর্ণ রূপ – United Nations Development Programme.
প্রতিষ্ঠা – ১৯৬৫।
সদস্য – ১৭০।
সদরদপ্তর – নিউইয়র্ক।

জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক হাইকমিশন (UNHCR)
পূর্ণ রূপ – United Nations High Commissioner for Refugees.
প্রতিষ্ঠা – ১৯৫০
সদস্য – ১২৮।
সদরদপ্তর – জেনেভা।
শান্তিতে নোবেল পুরষ্কার পায় – ১৯৫৪ ও ১৯৮১।

জাতিসংঘ উন্নয়ন ও বাণিজ্য কর্মসূচি (UNCTAD)
পূর্ণ রূপ – United Nations Conference on Trade and Development.
প্রতিষ্ঠা – ১৯৬৪।
সদরদপ্তর – জেনেভা।

জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP)
পূর্ণ রূপ – United Nations Environment Programme.
প্রতিষ্ঠা – ৫ জুন ১৯৭২।
সদরদপ্তর – কেনিয়ার নাইরোবিতে।
UNFPA-এর সদর দপ্তর নিউইয়র্কে।
UNIFEM-এর সদর দপ্তর নিউইয়র্কে।

জাতিসংঘ বিশ্ববিদ্যালয় (UNU)
পূর্ণ রূপ – United Nations University.
অবস্থান – টোকিও জাপান।

জাতিসংঘ পরিবেশবাদী সংস্থা (IPCC)
পূর্ণ রূপ – Inter Government Panel on Climate Change.
১৯৮৮ সালে UNEP ও WMO এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
নোবেল পুরষ্কার পায় ২০০৭ সালে।
সদরদপ্তর নেই।
IPCC-এর সদস্য হতে হলে UNEP অথবা WMO এর সদস্যপদ থাকা প্রয়োজন।
IPCC-এর প্রকাশিত রিপোর্ট UNFCCC- কে সমর্থন করে।
V-20 গ্রুপ- জলবায়ু পরিবর্তন মোকাবিলা বা প্রতিরোধের প্রতিষ্ঠিত একটি গ্রুপ।