আলোচিত সাহিত্য

প্রশ্ন: হেমচন্দ্র বন্দোপাধ্যায় রচিত মহাকাব্যর নাম কি?
উঃ বৃত্রসংহার।


প্রশ্ন: লালন ফকির নাটকের নাট্যকার কে?
উঃ কল্যান মিত্র।

প্রশ্ন: সিরাজদ্দৌলা নাটকের নাট্যকার কে?
উঃ গিরিশ চন্দ্র।

প্রশ্ন: অশ্রুমালা কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ কায়কোবাদ।

প্রশ্ন: অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা কে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

প্রশ্ন: অপরাজিতা গ্রন্থটির লেখক কে?
উঃ বিভুতিভূষন।

প্রশ্ন: আত্মঘাতি বাঙ্গালী এর রচয়িতা কে?
উঃ নীরদ চন্দ্র চৌধুরী।

প্রশ্ন: অনল প্রবাহ ও রায় নন্দিনী কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ ইসমাইল হোসেন সিরাজী।

প্রশ্ন: আবদুল্লাহ উপন্যাসটি কে রচনা করেন?
উঃ কাজী ইমদাদুল হক।

প্রশ্ন: আবার আসিব ফিরে কবিতাটির রচয়িতা কে?
উঃ জীবনানন্দ দাশ।

প্রশ্ন: আমার পূর্ব বাংলা কবিতাটির রচয়িতা কে?
উঃ সৈয়দ আলী আহসান।

প্রশ্ন: আনন্দ মঠ ও দেবী চৌধুরানী গ্রন্থ দুটির রচয়িতা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

প্রশ্ন: আমি বিজয় দেখিছি গ্রন্থের রচয়িতা কে?
উঃ এম, আর, আখতার মুকুল।

প্রশ্ন: আলালের ঘরের দুলাল গ্রন্থের রচয়িতা কে?
উঃ প্যারীচাঁদ মিত্র।

প্রশ্ন: আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থের রচয়িতা কে?
উঃ আবুল মনসুর আহমেদ।

প্রশ্ন: আমি সৈনিক রচনাটি নজরুলের কোন গ্রন্থের অর্ন্তভুক্ত?
উঃ দুর্দিনের যাত্রী।

প্রশ্ন: আগুন নিয়ে খেলা গ্রন্থটির রচয়িতা?
উঃ অন্নদাশঙ্কর রায়।

প্রশ্ন: আমলার মামলা গ্রন্থটির রচয়িতা?
উঃ শওকত ওসমান।

প্রশ্ন: আলাওলের শ্রেষ্ঠ কীর্র্তি কি?
উঃ পদ্মাবতী।

প্রশ্ন: আব্দুল কাদেরের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উঃ দিলরুবা।

প্রশ্ন: আলো ও ছায়া কাব্যগ্রন্থের রচিয়তা কে?
উঃ কামিনী রায়।

প্রশ্ন: আবোল তাবোল কার রচনা?
উঃ সুকুমার রায়।

প্রশ্ন: আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উঃ রাত্রি শেষ।

প্রশ্ন: আহসান হাবিবের বিখ্যাত উপন্যাস কোনটি?
উঃ অরণ্য নীলিমা।

প্রশ্ন: নোলক কবিতা আল মাহমুদের কোন গ্রন্থের অর্ন্তগত?
উঃ লোক লোকান্তর।

প্রশ্ন: আকাঙ্খিত অসুন্দর কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ ফজল শাহাবুদ্দীন।

প্রশ্ন: আমি কিংবদন্তীর কথা বলাছি কাব্যগ্রন্থের রচিয়তা কে?
উঃ আবু জাফর উবায়দুল্লাহ।

প্রশ্ন: ইস্তাম্বুল যাত্রীর পত্র এর রচিয়তা কে?
উঃ ইব্রাহিম খাঁ।

প্রশ্ন: ঈশ্বর পাটনী চরিত্রের স্রষ্টা কে?
উঃ ভারতচন্দ্র রায়গুনকর (অন্নদামঙ্গল)।

প্রশ্ন: ইউসূফ-জুলেখা কাব্যের রচিয়তা কে?
উঃ শাহ মুহাম্মদ সগীর।

প্রশ্ন: ইসমাইল হোসেন সিরাজী যে কাব্যগ্রন্থের জন্য কারাবরণ করেন তার নাম কি?
উঃ অনল প্রবাহ।

প্রশ্ন: উমর ফারুক কবিতা কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অর্ন্তভূক্ত?
উঃ জিঞ্জির।

প্রশ্ন: উদাসিন পথিকের মনের কথা উপন্যাসের রচয়িতা কে?
উঃ মীর মর্শারফ হোসেন।

প্রশ্ন: উত্তম-পুরুষ উপন্যাসের রচয়িতা কে?
উঃ রশীদ করিম।

প্রশ্ন: এ গ্রামার অব দি বেংলী ল্যাঙ্গুয়েজ এর রচিয়তা কে?
উঃ ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।

প্রশ্ন: একেই কি বলে সভ্যতা প্রহসণটি কার রচনা?
উঃ মাইকেল মধুসুদন দত্ত।

প্রশ্ন: এসো বিজ্ঞানের রাজ্যে গ্রন্থটির রচিয়তা কে?
উঃ আব্দুল্লাহ আল মুতী সরফুদ্দিন।

প্রশ্ন: ওরা কদম আলী নাটকের রচিয়তা কে?
উঃ মামুনুর রশিদ।

প্রশ্ন: ওজারতির দুই বছর গ্রন্থটির রচিয়তার নাম কি?
উঃ আতাউর রহমান খান।

প্রশ্ন: প্রধানমন্ত্রীত্বের নয় মাস গ্রন্থটির রচিয়তার নাম কি?
উঃ আতাউর রহমান খান।

প্রশ্ন: স্বৈরাচারের দশ বছর গ্রন্থটির রচিয়তার নাম কি?
উঃ আতাউর রহমান খান।

প্রশ্ন: কড়ি দিয়ে কিনলাম উপন্যাসটি রচনা করেন কে?
উঃ বিমল মিত্র।

প্রশ্ন: কড়ি ও কোমল গ্রন্থের রচিয়তা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন: কমলাকান্তের দপ্তর গ্রন্থের রচিয়তা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।

প্রশ্ন: কমলাকান্তের দপ্তর কোন ধরনের রচনা?
উঃ র্তীয়ক ব্যঙ্গাত্মক।

প্রশ্ন: কৃষ্ণকান্তের উইল উপন্যাসের রচিয়তা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।

প্রশ্ন: ক্রীতদাসের হাসি উপন্যাসের রচিয়তা কে?
উঃ শওকত ওসমান।

প্রশ্ন: কুলীনকুল সর্বস্ব নাটকের রচিয়তা কে?
উঃ রামনারায়ন তর্করত্ন ।

প্রশ্ন: কাফেলা নাটকের রচিয়তার নাম কি?
উঃ ইব্রাহিম খাঁ।

প্রশ্ন: কামাল পাশা ও আনোয়ার পাশা গ্রন্থ দুটির রচয়িতার নাম কি?
উঃ ইব্রাহিম খাঁ।

প্রশ্ন: কবর নাটকটির রচিয়তা কে?
উঃ মুনীর চৌধুরী।

প্রশ্ন: কবর নাটকের পটভুমি কি ?
উঃ ৫২-এর ভাষা আন্দোলন।

প্রশ্ন: কবর নাটকটি প্রথম কোথায় মঞ্চায়িত হয়?
উঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারে।

প্রশ্ন: কবর কাবিতাটির রচয়িতা কে?
উঃ জসীমউদ্দিন।

প্রশ্ন: কবর কাবিতাটি যে কাব্যগ্রন্থের অর্ন্তগত?
উঃ রাখালী।

প্রশ্ন: কৃষ্ণপক্ষ গ্রন্থটির রচিয়তা কে?
উঃ আব্দুল গাফ্ফার চৌধুরী।

প্রশ্ন: কাদোঁ নদী কাঁদো উপন্যাসের রচিয়তা কে?
উঃ সৈয়দা ওয়ালী উল্লাহ।

প্রশ্ন: খেয়া রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
উঃ কাব্য রচনা।

প্রশ্ন: খেলা রাম খেলে যারে কার রচনা?
উঃ সৈয়দ শামসুল হক।

প্রশ্ন: গ্রানাডার শেষ বীর গ্রন্থটির রচয়িতা কে?
উঃ এস. ওয়াজেদ আলী।

প্রশ্ন: গোলাম মোস্তফার বিখ্যাত গ্রন্থ কোনটি?
উঃ বিশ্বনবী।

প্রশ্ন: চৈতন্যদেব জন্মগ্রহণ করেন কোথায়?
উঃ নবদ্বীপে।

প্রশ্ন: চোখের বালী উপন্যাসটি লিখেছেন কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন: চাচা কাহিনী গ্রন্থের রচিয়তা কে?
উঃ সৈয়দ মুজতবা আলী।

প্রশ্ন: শ্রীমঙ্গল কাব্যের কবি কে?
উঃ কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী।

প্রশ্ন: জমিদার দর্পন নাটক রচনা করেছেন কে?
উঃ মীর মোশারফ হোসেন।

প্রশ্ন: জিব্রাইলের ডানার গল্পকার কে?
উঃ শাহেদ আলী।

প্রশ্ন: আরেক ফা-ুন, হাজার বছর ধরে, বরফ গলা নদী এগুলো কার রচিত উপন্যাস?
উঃ জহির রায়হান।

প্রশ্ন: তোতা ইতিহাস গ্রন্থটি কোন ভাষা থেকে অনূদিত?
উঃ ফারসি।

প্রশ্ন: তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসের রচিয়তা কে?
উঃ ডঃ আলাউদ্দিন আল-আজাদ।

প্রশ্ন: তিতাস একটি নদীর নাম উপন্যাসের রচয়িতা কে?
উঃ অদ্বৈত মল্লবর্মণ।

প্রশ্ন: তারাবাঈ নাটকটির রচিয়াত কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়।

প্রশ্ন: দেওয়ানা মদিনা পালার রচয়িতা কে ?
উঃ মনসুর বয়াতী।

প্রশ্ন: The Captive Lady-র রচয়িতা কে ?
উঃ মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্ন: দুই বোন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন শ্রেনীর রচনা ?
উঃ উপন্যাস।

প্রশ্ন: দুধে ভাতে উপাত প্রন্থের রচয়িতা কে?
উঃ আখতারুজ্জামান ইলিয়াস।

প্রশ্ন: দত্তা উপন্যাসটির লেখক কে?
উঃ শরচন্দ্র চট্টোপাধ্যায়

প্রশ্ন: দেশে বিদেশে গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সৈয়দ মুজতবা আলী।

প্রশ্ন: দন্ডকারন্য গ্রন্থটির রচয়িতা কে?
উঃ মুনীর চৌধুরী।

প্রশ্ন: ধন ধান্যে পুষ্পে ভরা- দেশাত্মবোধক গানটির রচয়িতা কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়।

প্রশ্ন: ধন্যবাদ কবিতাটি কার রচিত?
উঃ আহসান হাবিব।

প্রশ্ন: নৈবেদ্য গ্রন্থটির রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন: নবী কাহিনী গ্রন্থের রচয়িতা কে?
উঃ কাজী ইমদাদুল হক।

প্রশ্ন: নয়া খান্দান নাটকের রচয়িতা কে?
উঃ নূরুল মোমেন।

প্রশ্ন: নীল দর্পন নাটকের রচয়িতা কে?
উঃ দীনবন্ধু মিত্র।

প্রশ্ন: নকশী কাঁথার মাঠ কাব্যটির রচয়িতা কে?
উঃ জসিম উদ্দিন।

প্রশ্ন: নকশী কাঁথার মাঠ কাব্যটির ইংরেজি অনুবাদক কে?
উঃ E. M. Milford.

প্রশ্ন: নবীন মাধক কোন নাটকের চরিত্র?
উঃ নীল দর্পন নাটকের।

প্রশ্ন: নারীর মূল্য প্রবন্ধের রচয়িতা কে?
উঃ শরচন্দ্র চট্টপাধ্যায়

প্রশ্ন: নৌকাডুবি উপন্যাসের রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন: নরুল দীনের সারাজীবন নাটকের রচয়িতা কে?
উঃ সৈয়দ শাসসূল হক।

প্রশ্ন: নির্জন স্বাক্ষর গ্রন্থটির রচয়িতা কে?
উঃ বুদ্ধদেব বসু।

প্রশ্ন: নুরনামা কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ আব্দুল হাকিম।

প্রশ্ন: পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা কে ?
উঃ মানিক বন্দোপাধ্যয়।

প্রশ্ন: পথের পাচালী উপন্যাসের রচয়িতা কে?
উঃ বিভূতিভূষন বন্দোপাধ্যায়।

প্রশ্ন: পথের পাঁচালী উপন্যাসের উপজীব্য বিষয় কি?
উঃ গ্রামীন জীবন।

প্রশ্ন: পথের দাবী উপন্যাসটির রচয়িতা কে?
উঃ শরচন্দ্র চট্টপ্যাধায়

প্রশ্ন: প্রসন্ন প্রহর গ্রন্থের রচয়িতা কে?
উঃ সিকান্দর আবু জাফর।

প্রশ্ন: প্রেমের সমাধির রচয়িতা কে?
উঃ মোহাম্মদ নজীবর রহমান।

প্রশ্ন: পদ্মা-মেঘনা-যমুনা উপন্যাসের রচয়িতা কে?
উঃ আবু জাফর শামসুদ্দিন।

প্রশ্ন: পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের রচয়িতা কে?
উঃ সৈয়দ শামসুল হক।

প্রশ্ন: পদ্মরাগ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ বেগম রোকেয়া।

প্রশ্ন: পারস্য প্রতিভা গ্রন্থের রচয়িতা কে?
উঃ মুহাম্মদ বরকতউল্লাহ।

প্রশ্ন: পথে প্রবাসে গ্রন্থের রচয়িতা কে?
উঃ অন্নদাশঙ্কর রায়।

প্রশ্ন: পলাশীর য্দ্ধু গ্রন্থের লেখক কে?
উঃ নবীন চন্দ্র সেন।

প্রশ্ন: প্রভাবতী সম্ভাষণ এর রচয়িতা কে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

প্রশ্ন: ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থের রচয়িতা কে?
উঃ শ্রীমতি ক্যাথেরিনা।

প্রশ্ন: ফকির গরীবুল্লাহর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের রচয়িতা কে?
উঃ জঙ্গনামা।

প্রশ্ন: ফুড কনফারেন্স গ্রন্থটির রচয়িতা কে?
উঃ আবূল মুনসুর আহমেদ।

প্রশ্ন: ফররুখ আহমেদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি?
উঃ সাত সাগরের মাঝি।

প্রশ্ন: বীরবলের হালখাতার রচয়িতা কে?
উঃ প্রমথ চৌধুরী।

প্রশ্ন: বনলতা সেন কবিতাটি লিখেছেন কে?
উঃ জীবনানন্দ দাশ।

প্রশ্ন: বেদের মেয়ে নাটকটির রচয়িতা কে?
উঃ জসীম উদ্দিন।

প্রশ্ন: বরফগলা নদী উপন্যাসের রচয়িতা কে?
উঃ জহির রায়হান।

প্রশ্ন: বঙ্গসুন্দরী কাব্যর রচয়িতা কে?
উঃ বিহারী লাল চক্রবর্তী।

প্রশ্ন: বং থেকে বাংলা উপন্যাসের রচয়িতা কে?
উঃ ফজলুর রহমান।

প্রশ্ন: বেদান্ত গ্রন্থটির রচয়িতা কে?
উঃ রাজা রামমোহন রায়।

প্রশ্ন: বাংলা ভাষার প্রথম সামাজিক নাটক কোনটি?
উঃ কুলীনকুল সর্বস্ব।

প্রশ্ন: বত্রিশ সিংহাসন গ্রন্থের রচয়িতা কে?
উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

প্রশ্ন: বেদান্ত চন্দ্রিকা ও প্রবোধ চন্দ্রিকা গ্রন্থদুটির রচয়িতা কে?
উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রন্থের রচয়িতা কে?
উঃ মযহারুল ইসলাম।

প্রশ্ন: বুড়ো শালিকের ঘাড়ে রোঁ প্রহসনটি রচনা করেন কে?
উঃ মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্ন: বিয়ে পাগল বুড়ো প্রহসনের রচয়িতা কে?
উঃ দীনবন্ধু মিত্র।

প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম সার্থক গীতি কবিতা রচনা করেন কে?
উঃ বিহারী লাল চক্রবর্তী।

প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস বলে স্বীকৃত গ্রন্থের নাম কি?
উঃ আলালের ঘরে দুলাল।

প্রশ্ন: ব্যাথার দান গ্রন্থটির রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন: বাঁধনহারা উপন্যাসটির রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন: বাতায়ন পাশে গুবাক তরুর সারি কবিতাটির রচযিতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন: বেতাল পঞ্চ বিংশগতি রচনা করেন কে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

প্রশ্ন: বিষের বাঁশি গ্রন্থের রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন: বিলেতে সাড়ে সাতশ দিন গ্রন্থের রচয়িতা কে?
উঃ মুহম্মদ আব্দুল হাই।

প্রশ্ন: বিধ্বস্ত নীলিমা কাব্য গ্রন্থের রচয়িতা কে?
উঃ শামসুর রাহমান।

প্রশ্ন: বাংলা ছাড়ো গ্রন্থের রচয়িতা কে?
উঃ সিকান্দার আবু জাফর।

প্রশ্ন: বন্দী শিবির থেকে গ্রন্থের রচয়িতা কে?
উঃ শামসুর রাহমান।

প্রশ্ন: বঙ্কিম চন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি?
উঃ দুর্গেশ নন্দিনী (১৮৬৫)।

প্রশ্ন: বঙ্কিম চন্দ্র মৃত্যু কবে বরণ করেন?
উঃ ১৮৯৪ সালে।

প্রশ্ন: বসন্তকুমারী নাটকটি কে রচনা করেন?
উঃ মীর মোশাররফ হোসেন।

প্রশ্ন: বিশ শতকের মেয়ে গ্রন্থের রচয়িতা কে?
উঃ নীলিমা ইব্রাহিম।

প্রশ্ন: বন্দির বাঁশি কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ বেনজির আহমেদ।

প্রশ্ন: বাঙ্গালীর ইতিহাস গ্রন্থটির রচয়িতা কে?
উঃ নীহাররঞ্জন রায়।

প্রশ্ন: ভদ্রার্জুন গ্রন্থের রচয়িতা কে?
উঃ তারাচরন সিকদার।

প্রশ্ন: ভবিষত্যের বাঙ্গালী গ্রন্থের রচয়িতা কে?
উঃ এস. ওয়াজেদ আলী।

প্রশ্ন: মনীষা মঞ্জুষা গ্রন্থের রচয়িতা কে?
উঃ ডঃ মুহাম্মদ এনামুল হক।

প্রশ্ন: মনসামঙ্গলের আদি রচয়িতা কে?
উঃ কানাহরি দত্ত।

প্রশ্ন: মধুমালতী কাব্য গ্রন্থের রচয়িতা কে?
উঃ মুহম্মদ কবির।

প্রশ্ন: মৃত্যুক্ষুধা উপন্যাসটির রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব সবচেয়ে কি রচনার জন্য?
উঃ চর্তুদশপদী কবিতা।

প্রশ্ন: মামলার ফল গল্পটির রচয়িতা কে?
উঃ শরচন্দ্র চট্টোপাধ্যায়

প্রশ্ন: মুক্তধারা কোন জাতীয় নাটক?
উঃ রূপক।

প্রশ্ন: মাটির পৃথিবী গ্রন্থটির রচয়িতা কে?
উঃ আবুল ফজল।

প্রশ্ন: মানচিত্র গ্রন্থটির রচয়িতা কে ?
উঃ আলাউদ্দিন আল আজাদ।

প্রশ্ন: মানচিত্র নাটকটির রচয়িতা কে?
উঃ আনিস চৌধুরী।

প্রশ্ন: রক্তাক্ত প্রান্তর নাটকটির ্উপজীব্য বিষয় কি ?
উঃ পানিপথের যুদ্ধ।

প্রশ্ন: মেঘনাথ বধ কাব্যর ছন্দ কি ?
উঃ অমিত্রাক্ষর।

প্রশ্ন: ময়নামতির চর কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
উঃ বন্দে আলী মিয়া।

প্রশ্ন: রক্তকবরী গ্রন্থের রচয়িতা কে ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন: রাজর্ষি উপন্যাসটির রচয়িতা কে ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন: রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসটি প্রকাশিত হয় কত সালে ?
উঃ ১৮৮৩ সালে।

প্রশ্ন: রিক্তের বেদন গল্পগ্রন্থের রচয়িতা কে ?
উঃ কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন: রৌদ্র করোটিতে গ্রন্থটির রচয়িতা কে ?
উঃ শামসুর রহমান।

প্রশ্ন: রবীন্দ্রনাথের রচিত প্রথম সার্থক ছোটগল্প কোনটি ?
উঃ দেনা- পাওনা।

প্রশ্ন: চিত্রাঙ্গদা রবীন্দ্রনাথের কোন শ্রেণীর রচনা?
উঃ নৃত্যনাট্য।

প্রশ্ন: রাইফেল রুটি আওরাত গ্রন্থটির রচনা করেন কে ?
উঃ আনোয়ার পাশা।

প্রশ্ন: রূপসী বাংলা গ্রন্থের রচয়িতা কে?
উঃ জীবনানন্দ দাস।

প্রশ্ন: রবীন্দ্রনাথের প্রথম কাব্যের নাম কি ?
উঃ বনফুল।

প্রশ্ন: বনফুল কাব্য কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ জ্ঞানাঙ্কুর।

প্রশ্ন: রবীন্দ্রনাথের গীতাঞ্জলী কাব্যগ্রন্থের ইংরেজী অনুবাদ করেন কে কে ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর ও W.B Yeats.

প্রশ্ন: রাশিয়ার চিঠি রবীন্দ্রনাথের কোন শ্রেনীর রচনা ?
উঃ ভ্রমন কাহিনী।

প্রশ্ন: রবীন্দ্রনাথের জুতা আবিস্কার কোন শ্রেনীর কবিতা ?
উঃ বিদ্রুপাত্মক।

প্রশ্ন: রৌদ্র করোটিতে শামসুর রাহমানের কোন ধরনের রচনা?
উঃ কাব্যগ্রন্থ।

প্রশ্ন: রূপছন্দা কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
উঃ শাহাদা হোসেন

প্রশ্ন: শূন্যপূরণ এর রচয়িতা কে?
উঃ রামাই পন্ডিত।

প্রশ্ন: শেষের কবিতা রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
উঃ উপন্যাস।

প্রশ্ন: শরচন্দ্রের আত্মচরিত্রমুলক গ্রন্থ কোনটি?
উঃ শ্রীকান্ত।

প্রশ্ন: শকুন্তলা গ্রন্থের রচয়িতা কে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

প্রশ্ন: শর্মিষ্ঠা নাটকের রচয়িতা কে?
উঃ মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্ন: জননী উপন্যাসের রচয়িতা কে?
উঃ শওকত ওসমান।

প্রশ্ন: মসনদের মোহ নাটকের রচয়িতা কে?
উঃ শাহাদ হোসেন

প্রশ্ন: সংশপ্তক গ্রন্থের রচয়িতা কে?
উঃ শহীদুল্লাহ কায়সার।

প্রশ্ন: সোজন বা দিয়ার ঘাট কাব্যগ্রন্থটি রচনাা করেছেন কে?
উঃ জসীম উদ্দিন।

প্রশ্ন: সনেটের পংক্তি সংখ্যা এবং প্রতি পংক্তিতে অক্ষর সংখ্যা কতটি?
উঃ ১৪ টি পংক্তি এবং ১৪ অক্ষর।

প্রশ্ন: সৈয়দ মুজতবা আলীর খ্যাতি হয় কিসের জন্য?
উঃ ব্যাঙ্গাত্মক রচনার জন্য।

প্রশ্ন: সধবার একাদশী প্রহসের রচয়িতা কে?
উঃ দীনবন্ধু মিত্র।

প্রশ্ন: সুলতানার স্বপ্ন গ্রন্থের রচয়িতা কে?
উঃ বেগম রোকেয়া।

প্রশ্ন: সারদামঙ্গল কাব্যটি কার রচনা?
উঃ বিহারীলাল চক্রবর্তী।

প্রশ্ন: সঞ্চয়িতা কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন: সঞ্চিতা কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন: সঞ্চয়ন গ্রন্থটির রচয়িতা কে?
উঃ কাজী মোতাহার হোসেন।

প্রশ্ন: সাঁঝের মায়া কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ সুফিয়া কামাল।

প্রশ্ন: স্পার্টাকাস বিষয়ক জটিলতা নাটকের রচয়িতা কে?
উঃ মমতাজ উদ্দীন আহমেদ।

প্রশ্ন: সভ্যতার সঙ্কট গ্রন্থের রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন: সূর্যদীঘল বাড়ী ্উপন্যাসটির রচয়িতা কে?
উঃ আবু ইসহাক।

প্রশ্ন: সনেট শব্দটি কোন ভাষার শব্দ?
উঃ ইটালিয়ান।

প্রশ্ন: সনেটের পথিকৃত কে?
উঃ পেত্রার্ক।

প্রশ্ন: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর জন্মস্থান কোথায়?
উঃ সিরাজগঞ্জ।

প্রশ্ন: সন্ধ্যা কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন: সনেট সংকলন কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ সুফি মোতাহের হোসেন।

প্রশ্ন: সংস্কৃতির ভাঙ্গা সেতু রচয়িতা কে?
উঃ আখতারুজ্জামান ইলিয়াস।

প্রশ্ন: সংস্কৃতির কথা গ্রন্থটির রচয়িতা কে?
উঃ মোতাহার তোসেন চৌধুরী।

প্রশ্ন: সংস্কৃতির চড়াই উরাই গ্রন্থটির রচয়িতা কে?
উঃ শওকত ওসমান।

প্রশ্ন: সীমান্তের চিঠি কার রচিত ভ্রমণ কাহিনী?
উঃ ইব্রাহীম খলিল।

প্রশ্ন: সাবাস বাঙ্গালী গ্রন্থটির রচয়িতা কে?
উঃ অমৃত লাল বসু।

প্রশ্ন: সুকান্ত ভট্টাচার্যের সাড়া জাগানো কাব্যগ্রন্থ কোনটি?
উঃ ছাড়পত্র।

প্রশ্ন: স্বাধীনতা তুমি কবিতাটির রচয়িতা কে?
উঃ শামসুর রাহমান।

প্রশ্ন: হাসন রাজা কি ছিলেন?
উঃ মরমী কবি।

প্রশ্ন: সাজাহান নাটকের প্রথম রচয়িতা কে?
উঃ ক্ষীরদপ্রসাদ বিদ্যাবিনোদ।

প্রশ্ন: হিতোপদেশ গ্রন্থের রচয়িতা কে?
উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

প্রশ্ন: হুলিয়া কবিতার রচয়িতা কে?
উঃ নির্মুলেন্দু গুণ।

প্রশ্ন: হেমন্ত গোধুলি কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ মোহিতলাল মজুমদার।

প্রশ্ন: সারেং বৌ গ্রন্থের লেখক কে?
উঃ শহীদুল্লাহ কায়সার।

প্রশ্ন: একাত্তরের দালালেরা গ্রন্থের রচয়িতা কে?
উঃ শফিক আহমেদ।

প্রশ্ন: খেলারাম খেলে যা উপন্যাসের রচয়িতা কে?
উঃ সৈয়দ শামসুল হক।

প্রশ্ন: চিলেকোঠার সেপাই উপন্যাসের রচয়িতা কে?
উঃ আখতারুজ্জমান ইলিয়াস।

প্রশ্ন: তোতা ইতিহাস গ্রন্থটির রচয়িতা কে?
উঃ চন্ডীচরণ মুনশী।

প্রশ্ন: দ্যা লিবেরেশন অব বাংলাদেশ গ্রন্থটির রচনা করেন কে ?
উঃ মেজর জেনারেল সুখওয়ান্ত সিং।

প্রশ্ন: দ্যা রেপ অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে?
উঃ এ্যান্থনি ম্যাককারেনহাস।

প্রশ্ন: ধুসর পান্ডুলিপি গ্রন্থের রচয়িতা কে?
উঃ জীবনানন্দ দাশ।

প্রশ্ন: পূর্ণিমার চাদঁ যেন ঝলসানো রুটি রচিত কবিতার পংতি?
উঃ সুকান্ত ভট্টাচার্য।

প্রশ্ন: ফারসী ভাষায় রচিত শাহনামা গ্রন্থের রচয়িতা হলেন?
উঃ মহাকবি ফেরদৌসি।

প্রশ্ন: বৈঞ্চব পদাবলীর আদি রচয়িতা কে?
উঃ কবি চন্ডীদাস।

প্রশ্ন: ভানুসিংহ ঠাকুরের পদাবলী র রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন: মতিচুর গ্রন্থের রচয়িতা কে?
উঃ বেগম রোকেয়া।

প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচয়িতা কে?
উঃ কবি বড়চন্ডীদাস।

প্রশ্ন: হুতোম প্যাঁচার নকশার রচয়িতা কে?
উঃ কালীপ্রসন্ন সিংহ।

প্রশ্ন: সোনালী কাবিন গ্রন্থের রচয়িতা কে?
উঃ আল মাহমুদ।

প্রশ্ন: বাংলা গদ্যে যতি চিহ্নাদি প্রথম কে প্রয়োগ করেন?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।