বিখ্যাত বাংলা প্রহসন

প্রশ্ন: অমৃতলাল বসু (১৮৫৩-১৯২৯) এর প্রহসনের নাম কি কি ?
উ: বিবাহ বিভ্রাট, সম্মতি সঙ্কট, কালা পানি, বাবু, একাকার, বৌমা, গ্রাম্য বিভ্রাট, বাহবা বাতিক, খাস দখল, চোরের উপর বাটপাড়ি, ডিসমিস, চাটুয্যে ও বাড়য্যে, তাজ্জব ব্যাপার, কৃপনের ধন।


প্রশ্ন: গিরিশ চন্দ্র ঘোষ (১৮৪৪-১৯১২) এর প্রহসনের নাম কি কি ?
উ: সপ্তমীতে বিসর্জন, বেল্লিক বাজার, বড়দিনের বকশিস, সভ্যতার পান্ডা |

প্রশ্ন: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর (১৮৪৯-১৯২৫) এর প্রহসনের নাম কি কি ?
উ: কিঞ্চি জলযোগ, (১৮৭২), এমন কর্ম আর করব না (১৮৭৭), হঠা নবাব (১৮৮৪), হিতে বিপরীত (১৮৮৬), দায়ে পড়ে দারগ্রহ।

প্রশ্ন: রামনারায়ন তর্করত্ন এর প্রহসনের নাম কি কি ?
উ: যেমন কর্ম তেমন ফল (১৯৭৯ বঙ্গাব্দ), উভয় সঙ্কট (১৯৬৯), চক্ষুদান (১৯৬৯)।

প্রশ্ন: মাইকেল মধুসুধন দত্ত ( ১৮২৪-১৮৭৪) এর প্রহসনের নাম কি কি ?
উ: একেই কি বলে সভ্যতা (১৮৬০), বুড়ো শালিকের ঘাড়ে রো (১৮৬০)।

প্রশ্ন: মীর মোশারফ হোসেন( ১৮৪৭-১৯১২) এর প্রহসনের নাম কি কি ?
উ: এর উপায় কি( ১৮৭৫), ভাই, ভাই এই তো চাই (১৮৯৯), ফাঁস কাগজ, একি (১৮৯৯)।

প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর ( ১৮৬১-১৯৪১) এর প্রহসনের নাম কি কি ?
উ: বৈকণ্ঠের খাতা (১৮৯৭), ব্যঙ্গ কৌতুক (১৯০৭), হাস্য কৌতুক ( ১৯০৭), চিরকুমার সভা (১৯২৬), শেষ রক্ষা ( ১৯২৮)।

প্রশ্ন: দীনবন্ধু মিত্র( ১৮৩০-১৮৭৩) এর প্রহসনের নাম কি কি ?
উ: সধবার একাদশী (১৮৬৬), বিয়ে পাগলা বুড়ো ( ১৮৬৬), জামাই বারিক ( ১৮৭২)।

প্রশ্ন: দ্বিজেন্দ্রলাল রায় এর প্রহসনের নাম কি কি ?
উ: কল্কি অবতার (১৮৯৫), বিরহ ( ১৮৯৭), এ্যহস্পর্শ (১৯০০), প্রায়শ্চিত্ত ( ১৯০২)।