বর্গ করার ছোট্ট একটি টেকনিক শিখুন

বর্গ করার ছোট্ট একটি টেকনিক শিখুনঃ


উদাহরণ-1. ৯৮ এর বর্গ নির্ণয়।
সমাধানঃ
ধাপ-1. ৯৮ এর বর্গ মানে দুইবার ৯৮ কে গুণ করা = ৯৮ × ৯৮।
১০০ থেকে এদের পার্থক্য = (১০০-৯৮) = ২।
ধাপ-2. এবার সেই পার্থক্যগুলো গুণ করুন = ২ × ২ = ৪
চার লিখে রাখুন।
শেষধাপঃ
৪ এর আগে একটি “০” বসান।
আমরা পেলাম ০৪।
এবার, ৯৮ থেকে হ্রাসকৃত সংখ্যাটি বাদ দিন = ৯৮-২ = ৯৬।
তাহলে উত্তর পেলাম = ৯৬০৪।
উদাহরণ-2.
৯৬ এর বর্গ নির্ণয়।
সমাধানঃ
(১০০-৯৬) = ৪
৪*৪ = ১৬
(৯৬-৪) = ৯২
অতএব, ৯৬ এর বর্গ = ৯২১৬
.
উদাহরণ-3.
৯১ এর বর্গ নির্ণয়
সমাধানঃ
(১০০-৯১) = ৯
৯*৯ = ৮১
(৯১-৯) = ৮২
অতএব, উত্তর পেলাম ৮২৮১।
.
উদাহরণ -4.
৮৮ এর বর্গ নির্ণয়ঃ
সমাধানঃ
(১০০-৮৮) = ১২
(১২*১২) = ১৪৪
(৮৮-১২) = ৭৬
তাহলে আমরা পেলাম ৭৬১৪৪।
বন্ধুরা, লক্ষ্য করুন ৫ টি ডিজিট এসেছে।
তাহলে এর সমাধান হবে এরকম
৭ (৬+১) ৪৪ = ৭৭৪৪