আজকে আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি।
পরিক্ষার খাতায় প্রায় আমরা Tense বিষয়ে লিখতে হয়। তখনই বাজে ভেজাল।
আমার মনে হয় নিম্নের বিষয় মনযোগসহ একবার পরলে আর ভেজাল হবে না।
তো চল শুরু করিঃ
Present Indefinite Tense
সংজ্ঞা: কোন কাজ বর্তমানকালে সম্পন্ন হয় এরূপ বুঝালে
তাকে Present Indefinite Tense বলে।
চিন্হ গুলো : বাংলা ক্রিয়াপদের শেষে করা, ধরা, যাওয়া, আসা,
মারা, খেলা, চলা, বলা ও ফেরা প্রভৃতি ক্রিয়া রূপ
থাকে।
গঠনবিধি : প্রথমে Subject, এর পরে মূল Verb-এর Present Form বসাতে হয়। মূল Verb-এর পরে Object এবং এর পরে বাক্যের বাকি অংশ (যদি থাকে)
বসিয়ে বাক্য গঠন করতে হয় ।
মনে রাখতে হবে, Subject বা কর্তা যদি 3rd
Person Singular Number হয়, তবে Verbএর শেষে s বা es যােগ করতে হয়।
গঠন সংক্ষেপ : Subject + মূল Verb-এর Present Form +:
Object + Extension (যদি থাকে)।
উদাহরণঃ
আমি (I)..........sub.1st person singular. Number.
ভাত(eat)........obj.
খাই( rice)........মূল verb.
Rule-1 : কখনো কোন উদ্ভিদটি হুবহু প্রকাশ করতে present Indefinite Tense ব্যবহৃত হয়।
যেমন -
শেক্সপিয়ার বলেছেন, পৃথিবীটা একটি নাট্যশালা।
Shakespeare says : the world is a stage.
Rule-2 : চিরন্তন সত্য বুঝাতে Present indefinite tense ব্যবহৃত হয়।
যেমন- পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে- The earth moves round the sun.
Rule 3: স্থায়ী অভ্যাসও চরিত্রগত বৈশিষ্ট্য বোঝাতে present indefinite tense ব্যবহৃত হয়।
যেমন,
বাবা প্রতিদিন কোরআন পাঠ করেন - Father reads the Quran everyday.
Rule 4 : নিয়ম বা প্রথা বোঝাতে present indefinite tense ব্যবহৃত হয়।
যেমন,
মুসলমানরা মৃতদেহ কবরস্থ করে- The Muslims bury dead body.
Present Continuous Tense
সংজ্ঞা: কোন কাজ বর্তমানকালে চলছে (চলিতেছে) বা হচ্ছে (হইতেছে) এরূপ বুঝালে তাকে Present Continuous Tense বলে।
চিহ্ন: বাংলা ক্রিয়াপদ এর শেষে ছি(ইতেছি),ছ(ইতেছ),ছে(ইতেছে),ছেন(ইতেছেন) প্রভতি বিভক্তি চিহ্ন থাকে।
গঠন : প্রথমে Subject, এর পরে number ও person অনুসারে am/is/are
বসাতে হয়। এর পরে মূল verb-এর সাথে ing যােগ করতে হয়। মূল verb এর পরে
Object এবং Extension (যদি থাকে) বসিয়ে বাক্য গঠন করতে হয় ।
উদাহরণঃ
I ...............sub
am......................
to . be' verb
eating.................মূল verb+ ing
rice.....................obj.
Rule-1 : কখনাে কখনাে নিকট ভবিষ্যত বুঝাতে Present
Continuous Tense ব্যবহৃত হয়।
যেমন,
১.আমি আগামীকাল ঢাকা রওয়ানা হব-
I am starting for Dhaka tomorrow.
২. তিনি আগামীকাল আসিবেন –
He is coming tomorrow.
Rule-2: চিরন্তন সত্য (Universal truth) বুঝালে বাংলা বাক্যটি
Present Continuous Tense-এ থাকলেও তা Present Indefinite Tense-এ করতে
হয়। যেমন:
পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরিতেছে—
The earth_moves round the sun.
Present Perfect Tense
সংজ্ঞা : কোন কাজ এই মাত্র শেষ হয়েছে/হইয়াছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান রয়েছে, এরূপ বুঝালে তাকে Present Perfect Tense বলে।
চিন্হ: বাংলা ক্রিয়া পদের শেষে এছি (ইয়াছি), এছ(ইয়াছ), এছে (ইয়াছে), এছেন (ইয়াছেন) প্রভৃতি বিভক্তি
চিহ্ন থাকে।
গঠনবিধি: প্রথমে Subject-এর পরে Number ও Person অনুযায়ী have/has
বসাতে হয় এবং এর পরে মূল। verb-এর Past Participle-এর রূপ বসাতে হয়। এর
পরে Obje এবং Extension (যদি থাকে) বসিয়ে বাক্য গঠন করতে হয়।
গঠন সংক্ষেপ : Subject + have/has + মূল verb-এর Past Participle + Object + Extension (যদি থাকে)।
উদাহরণঃ
I................sub
have.........have
eaten.......মূল verb এর past.p.
rice..........obj.
" Present Perfect continuous Tense"
সংজ্ঞা: কোন কাজ পূর্ব হতে আরম্ভ হয়ে এখনও পর্যন্ত চলছে(চলিতেছে)
বা হচ্ছে(হইতেছে) এরূপ বুঝালে তাকে Present Perfect Continuous Tense বলে।
চিহ্ন : বাংলা ক্রিয়াপদের শেষে ছি(ইতেছি), ছ(ইতেছ),ছে(ইতেছে), ছেন(ইতেছেন) প্রভৃতি বিভক্তি চিহ্ন থাকে।
গঠনবিধি: প্রথমে Subject, তার পরে Number ও Person অনুযায়ী have been/has been বসাতে হয় এবং এর পরে মূল verb-এর সাথে ing যােগ করতে হয়।
মূল verb-এর পরে Object ও অন্যান্য Extension (যদি থাকে) বসিয়ে বাক্য গঠন করতে হয় ।
গঠন সংক্ষেপ : Subject + have been/has been + মূল verbএর সাথে ing + Object + Extension (যদি থাকে)।
লক্ষণীয় :
১। সময়ের ব্যাপ্তি বা ব্যাপক সময় ধরে
(Period of Time) কাজ চলছে (চলিতেছে) অর্থাৎ সময় অনির্দিষ্টভাবে বুঝালে
(অর্থাৎ দুই ঘণ্টা, দশ মিনিট, পাঁচ দিন, সাত মাস, পাঁচ বৎসর, কয়েক
ঘণ্টা, কয়েক মাস, কয়েক দিন, কয়েক বৎসর প্রভৃতি) তাদের পূর্বে For বসে।
২। কোন নির্দিষ্ট সময় (Point of time) হতে কাজ চলছে।
(চলিতেছে) অর্থাৎ নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে (অর্থাৎ গতকাল হতে, গত মাস
হতে, শনিবার হতে সকাল হতে, ২০০৭ সাল হতে, জানুয়ারি মাস হতে প্রভৃতি)
তাদের পূর্বে বুঝালে Since বসে।
উদাহরণঃ
Sub..........................I
Have/has been.......have been
মূল verb ing.............reading
for.............................for
Period of time.........two hours
Past Indefinite Tense
সংজ্ঞা: কোন কাজ অতীতকালে সম্পন্ন হল (হইল) বা হয়েছিল (হইয়াছিল)
এবং এর ফল এখন আর বর্তমানে নেই এরূপ বুঝালে তাকে Past Indefinite Tense
বলে।
চিহ্ন : বাংলা ক্রিয়াপদের শেষে ইয়েছিল (ইয়াছিল),ইয়েছিলে (ইয়াছিলে), ইয়েছিলেন (ইয়াছিলেন),ল,লে ও লাম প্রভৃতি বিভক্তির চিহ্ন থাকে।
গঠনবিধি : প্রথমে Subject-এর, পরে মূল Verb-এর Past Form ব্যবহৃত হয়। তার পরে Object এবং Extension (যদি থাকে) বসিয়ে বাক্য গঠন করতে হয়।
গঠন সংক্ষেপ : Subject + মূল Verb-এর Past Form + Object+ Extension (যদি থাকে)।
উদাহরণ :
Sub.............................I
মূল verb-past from.....ate
Obj...............................rice
বিভিন্ন অর্থে Past Indefinite Tense ব্যবহূত হয়।
যেমন,
Rule-1: অতীতকালের অভ্যাস (নিয়মিত/অনিয়মিত) বুঝাতে Past Indefinite Tense-ব্যবহৃত হয়।
চিহ্ন ই, ইতে, ইতাম ও ইতেন প্রভৃতি ক্রিয়া বিভক্তি থাকে।
লক্ষণীয় : নিয়মিত অভ্যাস বুঝালে 'used to'এবং অনিয়মিত
অভ্যাস বুঝালে 'would' বসে। উভয় ক্ষেত্রে মূল Verb-এর Present Form হয়।
Rule-2 : অতীতকালের সময়ের উল্লেখ থাকলে তা Past Indefinite Tense-এ হয়।
যেমন,
১. আমি ২০০৬ সালে এস এস সি পরীক্ষা পাশ করেছি (করিয়াছি)
I passed the SSC examination in 2006.
২. তিনি গতকাল কাজটি করেছেন (করিয়াছেন)
He did the work yesterday.
Rule-3: অতীতকালের ব্যাপক সময়ের পরে 'ago' কিংবা 'since'
থাকলে Past Indefinite Tense হয়।
উল্লেখ্য যে, অনেক সময়
বাংলা বাক্যগুলাে Present Perfect Tense -এর মতই থাকে।
অর্থাৎ,
এছি (ইয়াছি), এছ (ইয়াছ), এছে (ইয়াছে), এছেন (ইয়াছেন) প্রভৃতি
ক্রিয়া বিভক্তির চিহ্ন থাকে।
কিন্তু সময়ের উল্লেখ থাকে বলে সে সব
বাক্যগুলাের Present Perfect Tense-এ না হয়ে Past Indefinite Tense-এ হয়ে থাকে। যেমন,
১. আমার বাবা গতকাল বাড়ি এসেছেন (আসিয়াছেন)।
My father came home yesterday.
২. আমি সুমীকে অনেক আগে দেখেছিলাম (দেখিয়াছিলাম)।
I saw Sumi long ago.
Rule-4 ; ভদ্রতা, বিনয়, সম্মতি ও অনুরােধ অর্থে Present বা Future Tense-এর পরিবর্তে Past Indefinite Tense হয়।।
যেমন,
১. অনুগ্রহ পূর্বক আমার জন্য ইহা করবেন কি?
Would you do it for me?
২. আপনি আমাকে বইটি ধার দেবেন কি?
Would you lend me the book?
Past Continuous Tense
সংজ্ঞা : অতীতকালে কোন কাজ হচ্ছিল (হইতেছিল),চলছিল (চলিতেছিল) এরূপ বুঝালে তাকে Past Continuous Tense বলে।
চিহ্ন: বাংলা ক্রিয়াপদের শেষে চ্ছিল (ইতেছিল), চ্ছিলে (ইতেছিলে), চ্ছিলাম (ইতেছিলাম), চ্ছিলেন (ইতেছিলেন) প্রভৃতি বিভক্তি চিহ্ন থাকে।
গঠনবিধি: প্রথমে Subject, এর পরে Number Person অনুযায়ী was/were
বসাতে হয়। মূল Verb-এর পরে Object ও_Extension (যদিথা কে) বসিয়ে বাক্য
গঠন করতে হয়।
গঠন সংক্ষেপ : Subject + was/were + মূল Verb-এর সঙ্গে ing + Object + Extension (যদি থাকে)।
উদাহরণ : আমি | ভাত | খাচ্ছিলাম
__sub.3rd
per.sing.namber | Object | মূল verb.
Sub...............................I
To,be verb...........was
মূলverb-ing.......eating
Obj................................rice
বিভিন্ন অর্থে Past Continuous Tense-এর প্রয়ােগ :
Rule-1 : অতীতকালে দুটি কার্য একত্রে চলছিল (চলিতেছিল)
বুঝালে Past Continuous Tense হয়।
যেমন—
সে যখন চিঠি লিখছিল (লিখিতেছিল) (একটি কার্য)
তখন আমি বই পড়ছিলাম (পড়িতেছিলাম) (অপর একটি কার্য)
I was reading a book while he was writing a letter.
Rule-2 : অতীতকালে একটি কার্য চলাকালীন আর একটি কার্য সংঘটিত হলে যে কার্যটি চলছিল (চলিতেছিল) সেটি বুঝতে Past
Continuous Tense হয় এবং অপর কার্যটি Past Indefinite Tense হয়। যেমন—
আমি যখন আসলাম তখন সে বই পড়ছিল
He was reading a book when
I came.
Past Perfect Tense
সংজ্ঞা : অতীতকালের দুটি কাজের মধ্যে যেটি পূর্বে সম্পন্ন হল (হইল)
বা হয়েছিল (হইয়াছিল) এরূপ বুঝালে,তাকে Past Perfect Tense বলে এবং পরের
কাজটি Past Indefinite Tense-এ হয় ।
চিহ্ন : বাংলা ক্রিয়া পদের শেষে 'ইয়েছিল (ইয়াছিল),ইয়েছিলে
(ইয়াছিলে), ইয়েছিলেন (ইয়াছিলেন),ইয়েছিলাম (ইয়াছিলাম) বা ল, লে, লাম
প্রভৃতি বিভক্তি চিহ্ন থাকে।
গঠনবিধি : প্রথমে Subject, এর পরে had বসাতে হয়। এর পরে মূল
Verb-এর Past Participle-এর রূপ হয়। তারপরে Object (যদি থাকে) এবং
Extension (যদি থাকে) বসিয়ে বাক্য গঠন করতে হয় ।
গঠন সংক্ষেপ : Subject + had + মূল Verb-এর Past Participle + Object (যদি থাকে) + Extension (যদি থাকে)।
লক্ষণীয় :
“পূর্বে' উল্লেখ থাকলে Before বসে। Before-এর
আগে Past Perfect Tense এবং এর পরে Past Indefinite Tense হয়। ‘পরে
উল্লেখ থাকলে After বসে। After-এর পরে Past
Perfect Tense এবং আগে Past Indefinite Tense হয়।
উদাহরণ :
ডাক্তার আসার | পূর্বে | রোগী মারা গেল।
past perfect tense | + befor | past indefinite tense.
Sub.........................The patient
Had..........................had
মূলverb-past part.... died
Before......................before
Sub...........................the doctor
মূল verb-past porm...came.
বিভিন্ন অর্থে Past Perfect Tense-এর ব্যবহার :
লক্ষণীয় : নিচের শব্দগুলাে সবসময় একসঙ্গে ব্যবহৃত হয়—
1. No sooner..........than
2. Scarcely............. when
Or, Hardly.................before
স্মরণ রাখতে হবে যে, উপরের শব্দগুচ্ছগুলাে দ্বারা সংযুক্ত বাক্যাংশদ্বয়ের
মধ্যে পূর্ববর্তী বাক্যাংশের Verb-টি Past Perfect Tense এবং পরবর্তী
বাক্যাংশের Verb-টি Past Indefinite
Tense-এ হয়।
গঠনবিধি : পূর্ববর্তী বাক্যাংশে Subject-এর পূর্বে had বসে এবং
Subject-এর পরে মূল Verb-এর Past Participle form হয়। Had-এর পূর্বে
অর্থাৎ প্রথমেই No sooner বসাতে হয়।
পরবর্তী বাক্যাংশের Subject-এর পূর্বে than এবং Subject-এর পরে মূল Verb-এর Past Indefinite form বসাতে হয়। যেমন
আমরা ক্লাসে ঢুকতে না ঢুকতেই | ঘণ্টা বেজে উঠল।
(পূর্ববর্তী বাক্যাংশ)।
No sooner than
(Past Perfect Tense) | (Past Indefinite Tense)
☞No sooner had we entered the class than the bell rang.
Past Perfect Continuous Tense
সংজ্ঞা : অতীতকালে কোন কাজ কিছু সময় ধরে বা কোন নির্দিষ্ট সময় ধরে
চলছিল (চলিতেছিল) অথবা,অতীতের দুটি কাজের মধ্যে যেটি পূর্বে নির্দিষ্ট
সময় বা কিছু সময় ধরে চলছিল (চলিতেছিল) বুঝায় সেটিকে Past Perfect
Continuous Tense বলে। দুটি কাজের মধ্যে যেটি পরে হয় সেটি বুঝাতে Past
Indefinite Tense হয়।
চিহ্ন : বাংলা ক্রিয়াপদের শেষে চ্ছিল (ইতেছিল), চ্ছিলে (ইতেছিলে), ছিলাম(ইতেছিলাম) প্রভৃতি বিভক্তি থাকে।
গঠন : প্রথমে। Subject-এর পরে had been বসিয়ে তারপরে মূল Verb-এর
সঙ্গে ing যােগ করতে হয়। এরপর Object এবং অন্যান্য extension থাকে) বসাতে
হয়।
গঠন সংক্ষেপ : Subject + had been + মূল Verb-এর সঙ্গে + Object + অন্যান্য extension (যদি থাকে)।
উদাহরণ :
১. আমি দুই ঘণ্টা যাবত বইটি পড়ছিলাম (পড়িতেছিলাম)।
(কাজটি কিছু সময় ধরে চলছিল)
Subject....,..............I
had been............... had been
মূল verb- ing...........reading
obj..........................the book
Time...................for two hours
_________________________________________
I had been reading the book for two hours.
Future Indefinite Tense
সংজ্ঞা : সাধারণভাবে কোন কাজ ভবিষ্যতে বা পরে হবে এরূপ বুঝালে তাকে Future Indefinite Tense বলে।
চিহ্ন : বাংলা ক্রিয়াপদের শেষে ব, বে, বা, ইব, ইবে, ইবেন প্রভৃতি ক্রিয়া বিভক্তির চিহ্ন থাকে।
গঠনবিধি : প্রথমে Subject-এর পরে Number ও Person অনুযায়ী
Shall/Will বসে। তারপরে মূল Verbএর Present Form বসাতে হয়। এর পরে Object ও
অন্যান্য Extension (যদি থাকে)
বসিয়ে বাক্য গঠন করতে হয়।
গঠন সংক্ষেপ : Subject + Shall/Will + মূল Verb-এর Present Form + Object + Extension (যদি থাকে)
লক্ষ্যনীয় : First Person-এ shall এবং Second Person ও Third Person-এ will বসে।
উদাহরণ :
আমি | ভাত | খাব
______________________|____|_
sub.1st
per.sing.num |Obj | মূল verb
বিভিন্ন ক্ষেত্রে Future Indefinite Tense-এর ব্যবহার :
Rule-1: কোন বাক্য দ্বারা ইচ্ছা (অভিপ্রায়), আশা, কামনা
ইত্যাদি প্রকাশ করলে Future Indefinite Tense-এ (1) going to + Infinitive
and (2) hope to + Infinitive-এ Structure ব্যবহৃত হয়। যেমন,
আমি বাড়িটা ক্রয় করতে যাচ্ছি– I am going to buy the house.
আমি বইটা পাওয়ার আশা রাখি- I hope to get the book.
Rule-2: Principal verb রূপে স্থির সংকল্প
(Determination),প্রতিজ্ঞা (Promise), ofs প্রদর্শন (Threat), বাধ্যবাধকতা
(Obligation) প্রভৃতি বুঝাতে First Person-এর সাথে will এবং Second
Person-এর সাথে shall ব্যবহৃত হয়। যেমন—
আমি তােমার জন্য ইহা করবােই (স্থির সংকল্প)
I will do it for you. (determination)
আমি তােমাকে সাহায্য করবই (প্রতিজ্ঞা)- I will help you.
(Promise)
আমি তােমাকে শাস্তি দেবই (ভীতি প্রদর্শন)- I will punish you.
(Threat)
তুমি সেখানে যাবেই (বাধ্যবাধকতা)- You shall go there.
(Obligation).
Future Continuous Tense
সংজ্ঞা। : ভবিষ্যতকালে কোন কাজ হতে থাকবে (হইতে থাকিবে) বা চলতে থাকবে (চলিতে থাকিবে) এরূপ বুঝালে তাকে Future Continuous Tense বলে।
চিহ্ন : বাংলা ক্রিয়া পদের শেষে তে থাকব (ইতে থাকিবে),তে থাকবে (ইতে থাকিবে), তে থাকবেন (ইতে থাকিবেন) প্রভৃতি বিভক্তি চিহ্ন থাকে।
গঠনবিধি : প্রথমে Subject, এর পরে Number ও Person অনুযায়ী shall
be/will be বসাতে হয়। এরপরে মূল Verb-এর সাথে ing যােগ করতে হয়। তারপরে
Object ও অন্যান্য Extension (যদি থাকে) বসিয়ে বাক্য গঠন করতে হয়।
গঠন সংক্ষেপ : Subject + shall be/will be + মূল Verb +ing + Object + Extension (যদি থাকে)
উদাহরণ :
আমি | ভাত | খেতে থাকবো
____________________________
sub.1st
per.sing.num| obj | মূল verb
Future Perfect Tense
সংজ্ঞাঃ ভবিষ্যতকালের দুটি কাজের মধ্যে যেটি পূর্বে সম্পন্ন হয়ে
থাকবে (হইয়া থাকিবে) সেটি বুঝাতে Future Perfect Tense হয় এবং পরের কাজটি
Present Indefinite Tense Future Indefinite Tense-এ হয়।
চিহ্ন: বাংলা ক্রিয়া পদের শেষে এ থাকব (ইয়া থাকিব), এ থাকবে (ইয়া থাকিবে), এ থাকবেন (ইয়া থাকিবেন) প্রভৃতি বিভক্তির চিহ্ন থাকে।
গঠনবিধি : প্রথমে Subject, এর পরে Number ও Person
অনুসারে shall have/will have- বসিয়ে এর পরে মূল verb-এর past participle
form ব্যবহৃত হয়। তার পরে Object এবং অন্যান্য Extension (যদি থাকে)
বসিয়ে বাক্য গঠন করতে হয়।
গঠন সংক্ষেপ: Subject + shall have/will have + মূল verbএর Past Participle Form + Object +Extension (যদি থাকে)।
লক্ষণীয় :
১. ‘পূর্বে থাকলে Before বসে। Before এর পূর্বে Future
Perfect Tense এবং পরে Present Indefinite Tense বা Future Indefinite Tense হয়।
২. পরে' থাকলে After বসে। After-এর আগে Future Indefinite Tense এবং পরে Future Perfect Tense হয়।
উদাহরনঃ
আমি আসার পূর্বে সে ঢাকা রওয়ানা হয়ে থাকবে।
sub........................... He
will have................... will have
মূল verb এর past participle..................started
sub...........................for Dhaka
befor........................befor
sub...........................I
verb..........................come.
বিভিন্ন ক্ষেত্রে Future Perfect Tense-এর ব্যবহার :
Rule-1: ভবিষ্যতকালের কোন কাজ ইতােমধ্যে শেষ হয়ে থাকবে। (হইয়া থাকিবে) এরূপ বুঝাতে বা অনুমান বুঝাতে Future Perfect Tense হয়। যেমন—
১. তিনি এতক্ষণে বাড়ি পৌছে থাকবেন :
He will have reached home by this time.
২. তুমি নজরুলের অগ্নিবীণা পড়ে থাকবে :
You will have read the Agnibina by Nazrul.
তােমরা চারটার মধ্যে এ খবর পেয়ে (পাইয়া) থাকবে :
You will have received the news by four o'clock.
Rule-2: ভবিষ্যতকালে কোন নির্দিষ্ট সময়ে কোন কাজ শেষ হয়ে থাকবে
(হইয়া থাকিবে) এরূপ অনুমান বা বিশ্বাস বুঝালে Future Perfect Tense হয়।
যেমন—
১.
আমি আগামীকাল ঢাকা পৌছে থাকব (পৌছিয়া থাকিব :)
I shall have reached Dhaka tomorrow.
Future Perfect Continuous Tense
সংজ্ঞা : ভবিষ্যতকালের দুটি কাজের মধ্যে যেটি পূর্বে কিছু সময় ধরে
বা কোন নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে। (চলিতে থাকিবে) বা হতে থাকবে (হইতে
থাকিবে) এরূপ বুঝালে তাকে Future Perfect Continuous Tense বলে এবং পরের
কাজটি Future Indefinite Indefinite Tense বা Present Indefinite Tense-এ
হয়।
চিহ্ন: বাংলা ক্রিয়া পদের শেষে তে থাকব (ইতে থাকিব),তে থাকবে (ইতে থাকিবে), তে থাকবেন (ইতে থাকিবেন) প্রভৃতি বিভক্তি চিহ্ন থেকে ।
গঠনবিধি: প্রথমে Subject, এর পরে Number ও Person অনুসারে shall
have been/will have been বসিয়ে এর পরে মূল verb-এর সাথে ing যােগ করতে
হয়। এর পরে Object এবং Extension (যদি থাকে) বসিয়ে বাক্য গঠন করতে হয়।
গঠন সংক্ষেপ : Subject + shall have been/will have been+ মূল verb-এর সাথে ing + Object +Extension (যদি থাকে)।
লক্ষণীয়। :
‘পূর্বে থাকলে Before বসে। Before এর পূর্বে
Future Perfect Continuous Tense এবং পরে। Future Indefinite Tense বা
Present Indefinite Tense হয়।
উদাহরণ :
তোমার আসার পূর্বে আমি দুই ঘন্টা যাবত বইটি পড়তে থাকব।
Sub.............................I
shall have been.........[shall have been]
মূল verb সাথে ing...............................reading
obj...............................the book
Time...........................for two hours
before.........................before
sub..............................you
will + মূল verb.............[will come,(or you come).]