সোনালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ‘সিনিয়র অফিসার (আইটি) ’ পদে নিয়োগ পরীক্ষা আগামী ১৬ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। ওই দিন ১০০ নম্বরের ১ ঘণ্টার এমিসিকউ পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১ পর্যন্ত নেওয়া হবে।
ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) জানিয়েছে, রাজধানীর সরকারি তিতুমীর কলেজ মহাখালী (রোল ৩০০০১ থেকে ৩৫০০০ পর্যন্ত ৫ হাজার প্রার্থী) এবং টিঅ্যান্ডটি মহিলা কলেজ মহাখালী, ঢাকা (রোল ৩৫০০১ থেকে ৩৫৬৭০ পর্যন্ত ৬৭০ জন প্রার্থী) পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষার হলে প্রবেশের পূর্বে প্রয়োজনীয় চেকিং কার্যμসম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) ইতিমধ্যে আপলোড করা হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস, প্রবেশপত্রের একাধিক কপি বা কোনো অতিরিক্ত কাগজ নিয়ে প্রবেশ না করতে কঠোর নির্দেশনা দিয়েছে বিএসসি। মাস্ক না পরলে কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।