সাত ব্যাংকে ৭৭১ সিনিয়র অফিসার নিয়োগে অ্যাডমিট কার্ড প্রকাশ

সাতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার’ পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সাতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসারের ৭৭১ টি শূন্যপদে নিয়োগের উদ্দেশ্যে এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করা প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।        

   পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। নির্ধারিত তারিখের পর প্রবেশপত্র ডাউনলোডের কোনো সুযোগ থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, পরীক্ষার তারিখ, সময় এবং পরীক্ষা কেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ওয়েবসাইট এবং সংবাদমাধ্যমে জানানো হবে।

Admit Download Click Here