3rd & 4th Class jobs Preparations

৩য় ও ৪র্থ শ্রেনী পরিক্ষার প্রস্তুতি --MCQ

1621. একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 20 এবং ষষ্ঠ পদটি 160 হলে প্রথম পদটি-

1622. 17 সেন্টিমিটার,15 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে-

1623. একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মি. এবং প্রস্থ 10 মি. হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?

1624. 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর লম্বা দূরত্ব কত সেন্টিমিটার ?

1625. 10 টি জিনিসের মধ্যে 2 টি এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস। ওই জিনিস গুলো থেকে প্রতিবারে 5 টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায় ?

1626. একটি থলিতে 6 টি নীল বল, 8 টি সাদা বল এবং 10 টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা কত?

1627. একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রুকে কাঠবোর্ডের ভিতর সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?

1628. ৫ এর কত শতাংশ ৭ হবে-

1629. ০.৪x ০.০২x ০.০৮=?

1630. কোন নৌকাকে বেশি গতিতে চালাতে হলে, বৈঠা ব্যবহার করতে হবে-

1631. ২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল?

1632. কোন বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে-

1633. একটি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌছাবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে?

1634. বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণ এর কত গুন?

1635. কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

1636. ৫ সন্তানের বয়সের গড় ৭ বছর এবং পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বছর। পিতার বয়স কত?

1637. আব্দুল করিম আব্দুল রহিম এর চাইতে ৩ বছরের ছোট। আফজাল এর বয়স আব্দুল করিমের বয়স থেকে ২ বছরের কম। মুমিনের বয়স যখন ৫ তখন আব্দুল করিম জন্মেছে। তাদের মধ্যে জ্যেষ্ঠতম এর বয়স ৫২ হলে আফজাল এর বয়স কত?

1638. সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়। তার মূলধন কত?

1639. এক ব্যক্তির শেয়ার ব্যবসায় নয় লক্ষ টাকা বিনিয়োগ করলেন। শেয়ার প্রতি লভ্যাংশ হিসেবে তা আয় ৯ টাকা। ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ার বাজার দর ১৫০ টাকা। ঐ ব্যক্তির বাৎসরিক আয় কত ?

1640. একটি সাইকেল ৭২০০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১২% লাভ হবে?