সাধারণত আমরা কম্পিউটার বা ল্যাপটপ কেনার সময় কত জিবি হার্ডডিক্স আছে সেটা দেখি।আপনারা নিশ্চয় জানেন হার্ডডিস্ক সাধারণত কম্পিউটারে স্টোরেজ হিসেবে ব্যবহৃত হয়।
হার্ডডিস্কে কে অনেক নাম দ্বারা জানা যায়,কেউ একে হার্ডড্রাইভ বা হার্ডডিস্ক ড্রাইভ বলে।এছাড়া HDD ও বলা হয়ে থাকে।
আমাদের যখন কম্পিউটারে এর মধ্যে data কে স্স্টোর করার দরকার পড়ে তখন হার্ডডিস্ক কে স্টোরেজ হিসাবে ব্যবহার করি।
হার্ডডিস্ক কে দুই ভাবে ব্যবহার করা যায়,এক হচ্ছে ইন্টারনাল ও এক্সট্রানাল।তবে বেশিরভাগ ইউসার রা হার্ডড্রাইভ কে ইন্টারনাল use করে।
তবে অনেক ইউসার আছে যারা স্টোরিজ কে Expand করার জন্য এক্সটারনাল হার্ডডিস্ক ব্যবহার করে।এক্সটারনাল হার্ডডিস্ক পিসিতে usb দ্বারা কানেক্ট করে এর মধ্যে ডাটা আদান প্রদান করা হয়। তবে এর স্পিড তুলনামূলক অনেক slow ইন্টারনাল হার্ডডিস্ক থেকে।
হার্ডডিস্ক কেনো দরকার পরে –
আমি আগেই বললাম,কম্পিউটারের মধ্যে বিশাল সংখ্যক ডাটাকে স্টোর ও ও ব্যাকআপ এর জন্য একটা স্টোরেজ প্রয়োজন পড়ে এর জন্য আমরা হার্ডডিস্ক কে ব্যবহার করি।
আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম থেকে আরম্ভ করে,যত সফটওয়্যার ও তাদের ফাইল আছে, যত পার্সোনাল ডাটা মজুত আছে সে সমস্ত কিছুই হার্ডডিক্স এর মধ্যে স্টোর থাকে।
এই ডাটা কে আপনি নিজের কন্ট্রোলে রাখতে পারবেন,মানে আপনি চাইলে এই ডাটা মুছে দিতে বা কপি পেস্ট করে মুভ করতে পারবেন।এই ডাটা হার্ডডিস্ক এ স্টোরেজ থাকে বলে সম্ভব।
এখানে আমি একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনার মোবাইলের মধ্যে যে ইন্টারনাল স্টোরেজ থাকে সেখানে অ্যাপস থেকে আরম্ভ করে ক্যামেরা ছবি,ভিডিও,mp3 আরো বিভিন্ন ফাইল মজুদ থাকে, সেগুলি ইন্টারনাল স্টোরেজ মধ্যে সংরিক্ষিত আছে তাই অ্যাক্সেস করতে পারেন।
ঠিক কম্পিউটারের মধ্যে হার্ডডিক্স থাকার ফলে সেই ডাটা কে আপনি অ্যাক্সেস করতে পারেন।তবে মনে রাখবেন মোবাইলের মধ্যে যে স্টোরেজ ব্যবহার করা তার টেকনোলেজি আলাদা।এটি আমরা পরে আলোচনা করবো।
আমরা স্টরেজ কে সাধারণত ইউজ করি যখন কোন ডিভাইস বন্ধ থাকে তখন আমাদের ডাটা কে সে স্টোর করে রাখতে পারে তারজন্য। ফলে পুনরায় যখন আমরা ওই ডিভাইসকে চালু করি তখন আমাদের পূর্বের ডাটাকে অ্যাক্সেস করতে পারি।
কেননা কম্পিউটার কে আমরা সবসময় অন করে রাখতে পারি না ,তাই যখন কম্পিউটার অফ থাকে তখন হার্ডড্রাইভ কম্পিউটার এর সমস্ত ডেটাকে স্টোর করে রাখে, ফলে আমরা যখন পুনরায় কম্পিউটার চালু করি আমরা সেই ডেটাকে অ্যাক্সেস করতে পারি।
এবার হার্ড ড্রাইভ এটা কিভাবে করে সেটা একটু ভেঙ্গে জানার চেষ্টা করি।
হার্ডড্রাইভ এমন একটি material (উপাদান) ইউজ করে সেটিকে ম্যাগনেটিজম (magnetism/চুম্বক) বলা হয়।
আমার বা আপনার সবার কম্পিউটারের মধ্যে যে হার্ডডিক্স আছে সেটির মধ্যে ম্যাগনেটিজম material ব্যবহার করা হয়। আজ বহু বহু বছর ধরে এই টেকনোলজি ইউজ হয়ে আসছে।
কম্পিউটার সাধারণত বাইনারি নম্বর 0 ও 1 এর সংকেত বুঝতে পারে।কম্পিউটার এর সমস্ত প্রসেসসিং 0 ও 1 এর সংকেত দ্বারা প্রসেস হয়।
সেই ভাবে একটি হার্ডডিক্স এর মধ্যে সমস্ত ডাটা 0 ও 1 রূপে স্টোর হয়।
হার্ডডিক্স এর মধ্যে এক বা একধিক disk থাকে যেটা 5600,7200 rpm স্পিড এ ঘুরতে থাকে।এই disk টি মধ্যে ferromagnetic material থাকে ফলে এটি সহজে magnetic চার্জ হতে পারে।
একটি হার্ড্রাইভ এর কোটি কোটি magnetic region দ্বারা ভাগ করা থাকে, এই এক একটি magnetic region তাদের polarity নেগেটিভ (-) বা পসিটিভ (+) এ রূপান্তিত হতে পারে।ফলে একটি magnetic region এক একটি বাইনারি ডিজিট কে রিপ্রেজেন্ট করে ।
যথা একটি পসিটিভ (+) magnetic চার্জ 1 ও নেগেটিভ (-) magnetic চার্জ 0 বাইনারি ডিজিট কে রিপ্রেজেন্ট করে।
হার্ডডিক্স এর মধ্যে ডিস্ক স্পিন করতে থাকে ও একটি actuator arm যেটা ডিক্সের খুব কাছাকাছি থাকে।এই actuator arm সাধারণত ডিস্ক এর মধ্যে ম্যাগনেটিক চার্জ আদান-প্রদান করে,যেটা আমরা রিডিং এবং রাইটিং ইনফর্মেশন আদান প্রদান বলে থাকি।
যখন আপনি কোন ছবি ডাউনলোড করেন বা কোন সফটওয়্যার ইন্সটল করেন তখন হার্ডডিক্স এর মধ্যে এই actuator arm একটি লম্বা magnetic প্যাটার্ন যথা প্লাস মাইনাস (-+) ম্যাগনেটিক চার্জ ডিস্ক এর মধ্যে রিলিজ করে এটা কে রাইটিং(Writing) প্রসেস বলা হয়।
আর আপনি যখন কোনো সফটওয়্যার রান করেন বা ছবি ওপেন করেন তখন actuator arm ওই magnetic প্যাটার্ন যেখানে স্টোর আছে সেখানে যায় তারপর আপনার কম্পিউটার এর সিপিইউ বা ram যেখানে দরকার পরে যেখানে পাঠিয়ে দেই ,একে রিডিং (Reading) প্রসেস বলা হয়।
মর্ডান হার্ডডিক্স এর মধ্যে মাল্টিপল ডিস্ক থাকে এবং ডিস্ক এর উভয় দিকেই ডাটা স্টোর করা যায়।
SSD এর উত্থান –
ইন্টার্নাল হার্ড ড্রাইভ বিভিন্ন সাইজের হয়ে থাকে,আগে 500gb হার্ডডিক্স sufficient ছিল,কেননা তখন সফটওয়্যার বা বিভিন্ন ফাইল এর size অনেক কম ছিল।
কিন্তু বর্তমান সময়ে 500gb স্টোরেজ একটি মোবাইলে দেখতে পাওয়া যায়, তাই এখন কম্পিউটার এর মধ্যে সাধারণত 1TB,2 TB বা তার বেশি হার্ডডিস্ক দেখা যায়।
আগের তুলনায় HDD এখন অনেক সস্তা ও এর চাহিদা কমেছে।ইটা পুরোপুরি SSD (Solid-state drive) ড্রাইভ এর কারণে।আমি খুব তাড়াতাড়ি SSD ড্রাইভ সম্পর্কে বিস্তারিত একটি পোস্ট লিখবো যেটা একটা অন্য টেকনোলজি।
বর্তমানে কম্পিউটারের মধ্যে বেশিরভাগ SSD ব্যবহার এর কারণ হচ্ছে, SSD HDD এর তুলনাই অনেক ফাস্ট ও size এ অনেক ছোটো।তবে SSD এর দাম অনেক বেশি তাই পিসি তে SSD ও HDD দুই ব্যবহার করা হচ্ছে।
কিন্তু ভবিষৎতে SSD এর দাম কমে গেলে হার্ডডিক্স এর ব্যবহার বিলীন হয়েযাবে।তখন হয় তো ব্যাকআপ বা অন্যান্য ডিভাইস এ শুধু ব্যবহার হবে।
হয়তো আপনারা এবার বুঝতে পেরেছেন হার্ডডিস্ক কি বা কম্পিউটারের হার্ডডিস্ক কিভাবে কাজ করে। সহজ ভাবে বলতে হলে আপনার কম্পিউটার এর সমস্ত ডেটা এর মধ্যে স্টোর থাকে।
বর্তমানে কম্পিউটার এর মধ্যে ২ ধরণের স্টোরেজ ব্যবহার করে ইউসার রা।অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার এর জন্য ssd যারফলে সেগুলি দ্রুত লোড হয় এবং অন্যান্য ফাইল এর জন্য HDD ব্যবহার করে।
আশা করি, হার্ডডিস্ক ড্রাইভ(HDD) কি? সেটা বুঝতে পেরেছেন।
--ধন্যবাদ