ইটের গাঁথুনিতে ড্রাই মর্টার এর পরিমাণ মোট গাঁথুনির ৩৫% ।





সমাধানঃ
মনেকরি, মোট ইটের গাঁথুনির পরিমাণ ১০০ ঘনমিটার
মসলাসহ ইটের সাইজ (২৫.৪ x ১২.৭ x ৭.৬) , ইটের সংখ্যা =১০০ / (০.২৫৪ x ০.১২৭ x ০.০৭৬) = ৪০৭৯০ টি ইট
মসলা ছাড়া ইটের সাইজ = (২৪.২০ x ১১.৪০ x ৭) সেমি,
∴ ১০০ ঘনমিটারে প্রয়োজনীয় মশলা (Wet) = ১০০ - (৪০৭৯০ x ০.২৪২ x ০.১১৪ x ০.০৭)
                                                                   = ১০০ - ৭৮.৭৭
                                                                    = ২১.২৩ ঘনমিটার
ফ্রগ(Frog) পূরন, খাড়া জোড়া পরিহারের উদ্দেশ্য ক্লোজার ব্যবহার ও অপচয়ের জন্য ১০% বৃদ্ধি ধরিলে আর্দ্র মশলার আয়তন = (২১.২৩ x ১.১)  (১০% বৃদ্ধি ধরতে হবে)
= ২৩.৩৫৩ ঘনমিটার
∴ ড্রাই ভলিয়ম = ২৩.৩৫৩ x ১.৫
= ৩৫.০২৯৫ ঘনমিটার
∴ ইটের গাঁথুনিতে ড্রাই মর্টারের পরিমাণ মোট গাঁথুনির ৩৫% (প্রমানিত)