১) বৈদ্যুতিক শকের জন্য কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কে কেমন ভাবে
দায়ী?
উত্তরঃ কারেন্ট শক সৃষ্টি করে আরভোল্টেজ তার তিব্রতা নির্ধারন করে।
২) প্রাইমারিতে ১০০০ ও সেকেন্ডারিতে ২০০ প্যাচ বিশিষ্ট একটি ট্রান্সফরমারের প্রাইমারিতে
২৩০v Dc দিলে সেকেন্ডারিতে কত ভোল্ট পাওয়া যাবে?
উত্তরঃ ০ ভোল্ট।
৩) সিক্রোনাস মোটর কি?
উত্তরঃ যে মোটরে লোড পরিবর্তনেও গতি পরিবর্তন হয় না তাকে সিনক্রোনাস মোটর বলে।
৪) LDR কি?
উত্তরঃ এটি এক ধরনের রেজিস্টর যার মান আলোর সাথে পরিবর্তিত হয়।
৫) বৈদ্যুতিক পোল মাটিতে পোতার গভীরতা কত?
উত্তরঃ পোলের দৈর্ঘ্যের ১/৫ বা ১/৬ অংশ।
৬) ডাইনামিক ইম্পিড্যান্স কি?
উত্তরঃ এসি প্যারালাল সার্কিটের রেজন্যান্স ফ্রিকুয়েন্সিতে ইম্পিড্যান্স সর্বোচ্চ হয়। এই সর্বোচ্চ ইম্পিড্যান্সই ডাইনামিক ইম্পিড্যান্স বলে।
৭) বড় অল্টারনেটরের আর্মেচার স্থির রেখে ফিল্ড কে ঘুরানো হয় কেন?
উত্তরঃ
এর প্রধান কারন হলো এসব বড় বড় অল্টারনেটরের ক্ষেত্র আর্মেচার খুব বড় ও ভারি হয় ফলে ঘর্ষন জনিত লস অনেক বেড়ে যায় তার সাথে বেশি পরিমানে ভোল্টেজ কার্বন ব্রাশের সাহায্যে নেওয়া বিপদ জনকও বটে। তাই আর্মেচার কে না ঘুরিয়ে ফিল্ড কয়েল কে ঘুরানো হয়।
৮) নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে কি ধরনের টারবাইন ব্যবহার করা হয়?
উত্তরঃ স্টিম টারবাইন।